উত্তরদিনাজপুর

কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের নাম করে টাকা তোলার অভিযোগে ধৃত তিন

ভারতীয় জনতা পার্টির প্রতিক ও প্রধান মন্ত্রীর ছবি সহ বিজেপি ফাউনডেশনের নাম করে গ্ৰামের আদিবাদী সম্প্রদায়ের মানুষদের কাছ থেকে অবৈধভাবে কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের নাম করে টাকা তোলার অভিযোগ। আর এই অভিযোগে এক টোটো চালক সহ আরও দুই জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিল গ্ৰামবাসীরা। যদিও তাদের আরেক সাথী সুযোগ বুঝে পালিয়ে যায়। এমনি ঘটনা ঘটে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার ৯ নং বরুনা গ্ৰাম পঞ্চায়েতের তমচারি মঠবাড়ি এলাকায়। গ্রামবাসিরা অভিযুক্তদের আটকে কালিয়াগঞ্জ থানার পুলিশকে খবর দেয়। ধৃতরা হল রায়গঞ্জের বরুয়া পঞ্চায়েতের বাসিন্দা মকসুদ আলম (১৮) ও রায়গঞ্জের বামুয়ার বাসিন্দা সাদ্দাম হোসেন (১৫) সহ টোটো চালক বচ্চন বর্মন। তার বাড়ি কালিয়াগঞ্জ মালগাও গ্ৰামে। ঘটনা জানা জানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ টোটো চালক সহ বাকি দুই জনকে থানায় নিয়ে আসে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

    এই ঘটনায় ধৃত টোটো চালক বিশ্বনাথ বর্মন জানান, তার দাদার কাছ থেকে টোটো ভাড়া করেছিল তারা। টোটোতে করে মাইক বাজিয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের কাছ থেকে সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে ১২০ টাকা করে নিয়ে ফর্ম ফিলাপ করছিল। এর চেয়ে বেশি তার কিছুই জানা নেই বলে দাবী করে সে।